"জন্মগত সূত্রে পারিবারিক ভাবেই গান-বাজনার সাথে যুক্ত ছিলাম। আমার প্রথম শিক্ষাগুরু ছিলেন আশীষ কুমার রায় বাবু, ওনার কাছ থেকেই আমার উচ্চাঙ্গ ও তবলায় হাতেখড়ি। ১৯৯৩-৯৭ সাল পর্যন্ত ছায়ানটের শিক্ষক ছিলাম এবং বাংলাদেশ বেতারেও কাজ করেছি। নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ের সাথে ছোটবেলা থেকেই যুক্ত ছিলাম, ধরে রেখেছি। আমার কখনোই ওরকম উচ্চাভিলাষ ছিল না; তবে দেশ-বিদেশে বিভিন্ন শিল্পীদের সাথে অনুষ্ঠান করেছি। বাংলাদেশে ফোক ফেস্টিভ্যাল, কলকাতায় রবীন্দ্রসদন মঞ্চ, নজরুল মঞ্চ করেছি।
সাতানব্বই এর পরে যখন ঠাকুরগাঁও বেতার পূর্ণ চালু হয়, তখন শিল্পী বলতে মাত্র চার-পাঁচজন ছিল। সেখানকার আর.ডি. আমাকে বললেন ঠাকুরগাঁওয়ে যোগদান করতে; আমারও কেন জানি মনে হল, বাড়ি চলে যাই। সেই টানে ঠাকুরগাঁও চলে আসি, এখনও আছি। এখানে এসে ঘরকুনো হিসেবেই থাকতাম বললে চলে। একসময় ধীরে ধীরে বাড়িতে ছাত্রছাত্রীরা গান-বাজনা শিখতে আসা শুরু করল। আমার ছাত্রছাত্রীরা জাতীয় পুরস্কার পেয়েছি নয়টি। এর মধ্যে আটটি প্রেসিডেন্সি, একটি নতুন কুড়ি পুরস্কার।
আসলে সংস্কৃতি তো বহুরকম; ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গনের অবস্থা কখনোই খারাপ ছিল না। তবে নিজ জায়গা থেকে বলছি, খুব ভালো যে তাও না। প্রায় কুড়ি বছর আগে দেখতাম ঠাকুরগাঁওয়ে বৈশাখি মেলা উদ্বোধন হতো সকাল দশটায়; সেখানকার বেশিরভাগ দর্শক হিসেবে থাকত ফেরিওয়ালারা, বড়জোর শেষের দিকে মেলাটা খানিকটা জমতো। ছায়ানটে থাকতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে দেখতাম হাজার হাজার মানুষ ভোরবেলা আসতো। আমারও খুব ইচ্ছে ছিল ঠাকুরগাঁওয়ে এরকম জমজমাট কিছু করার। তখন নববর্ষে নিক্কণের অনুষ্ঠানটি হতো মহিলা সমিতির ওখানে টগর প্রাঙ্গণে। মাঝখানে বেশ কিছুদিন অনুষ্ঠানটি বন্ধ ছিল। ১৪০৬ বঙ্গাব্দে নিক্কণের রজতজয়ন্তীতে পহেলা বৈশাখে আমরা বটতলায় অনুষ্ঠানটি আবার শুরু করলাম। এর আগে ঠাকুরগাঁওকে গান-বাজনায় কেউ তেমন একটা গোনায় ধরত না, তবে এবার(২০১৮) আমার ছাত্রছাত্রীরা বিভাগীয় পর্যায়ে সঙ্গীতে নয়টি বিষয়ে প্রায় সবগুলোতেই পুরস্কার এনেছে; আর জাতীয় পর্যায়ে তো গিয়েছেই। ঢাকা, খুলনা, রাজশাহী, পাবনা থেকে বড় বড় শিল্পীরা এসে আমাদের অনুষ্ঠান দেখেছেন। তারা বলেছেন, এই অনুষ্ঠান দেখে তাদের ঠাকুরগাঁও এর সংস্কৃতি সম্পর্কে ধারণাই বদলে গেছে।
তবে ঠাকুরগাঁও এর গান বাজনার বিকাশে ইদানীং সবচেয়ে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে কোচিং-বাণিজ্য। হয়তোবা কেউ ধরতে পারছে না, কিন্তু আমার মনে হচ্ছে ঠাকুরগাঁও এর সাংস্কৃতিক অঙ্গনে একটি ভয়ংকর পরিস্থিতি আসতে যাচ্ছে। আমরা মনে হয় বর্ষবরণ অনুষ্ঠানটি ধরে রাখতে পারব না। বাচ্চাগুলো এই কোচিং প্রাইভেটের চাপে অনুষ্ঠানের রিহার্সেল করারই সময় পায় না, গান শেখা তো দূরের কথা। সেদিন শিল্পকলায় গিয়ে দেখি, তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে মাত্র চারজন। অথচ মানুষজন কি গান শেখে না? অবশ্যই শেখে। ছায়ানটে থাকাকালীন দেখেছি, হাজার হাজার ছেলেমেয়েরা গান শিখছে, নাচ শিখছে, নাটক শিখছে। অথচ তারা লেখাপড়াতেও সমান পারদর্শী। এমন কি রংপুরে পর্যন্ত অনেক শিক্ষার্থী সেতার, হারমোনিয়াম শিখে; এটি হয়তো এখন বিভাগীয় শহর, কিন্তু একসময় তো মফস্বলই ছিল। তাহলে তারা পারলে আমরা ঠাকুরগাঁও কেন পারব না?"
"I was associated with music traditionally by birth. Ashish Kumar Rai Babu was my first mentor. I was introduced to classical music and Tabla by him. I was a instructor of Chhayanaut during '93-97 and I also worked at Bangladesh Betar by that time. I have been involved with Nikon Music School since I was a kid. I have never had such ambitions; However, I have performed with several artists at home and abroad. I had chance to perform at Bangladesh Folk Festival, Rabindra Sadan Manchya in Kolkata, Nazrul Manchya as well.
When the Thakurgaon Betar was fully operational after '97, there were only few artists. The R.D. asked me to join there; I thought about going home too. That's when I came back to Thakurgaon and staying here permanently since then. I used to lead a domesticated life during that moment. Gradually students began to come to learn music. My students received nine national awards. Of these, eight are presidency, and the rest one is from Notun Kuri.
In fact, culture is a very diverse thing; The condition of cultural premises of Thakurgaon has never been bad. However, I am telling it from my own experience, it is not so good too. About twenty years ago, I used to see the Baishakhi Mela commenced at ten in the morning; Most of the visitors were hawkers, I am sorry to say. The fair barely seemed a bit crowded at the end. During Chhayanaut days, I saw thousands of people would come early in the morning to attend the Pohela Baishakh ceremony. I too wanted to do something like this in Thakurgaon. At that period the Bengali new year celebration of Nikkan would held at the Togar premises of the Mahila Samity. The event was closed for several years afterwards. We resumed the ceremony at Battala on the first day of Baisakha at Rajat Jayanti (silver jubilee) of Nikkan in the year of Bangla 1406. Earlier, no one used to count Thakurgaon in the area of music, but this time in 2018, my students won prizes in almost all the nine musical categories at the divisional level; And went to the national level too. Great artists from Dhaka, Khulna, Rajshahi, Pabna came and watched our program. They said that their views about the cultural sector of Thakurgaon had changed after seeing the program.
However, the coaching trade here in Thakurgaon has become the biggest obstacle to the development of music of late. Maybe nobody is alarmed yet, but I think a terrible situation is going to come up in the cultural arena of Thakurgaon. I think we will not be able to keep up with the Borshoboron event. Children cannot manage time to rehearse for the programs under the pressure of coaching and private tuition, learning music is so far away. One day recently, I went to Shilpakola Academy and found that there are only four students of third year. So you think people do not learn music? They do. While I was with Chhayanaut, I saw thousands of children learning music, dance and plays. Yet they are equally skilled in academic studies. Even you can find many students from Rangpur who learn Setar and Harmonium; It may have been a divisional town now, but it was once a suburb. So, if they can, why can't we (Thakurgaon)?"
168 September 05, 2019"আমার জীবনের গল্পটা ঠিক সফলতার বলা যায় না, অনেকটা ব্যর্থতারই বলা চলে। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না যদিও!
আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা তেমন একটা হয়নি। বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক। এসএসসি পাশ করেই একটি আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ছয়শ' টাকা ভাতা দিয়ে আমার কাজের শুরু।
একাডেমিক কোয়ালিফিকেশন তেমন একটা না থাকা সত্ত্বেও আমি প্রচুর পড়তাম। বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে একটি লাইব্রেরী ছিল; সেখানে পায়ে হেঁটে আমি বই আনতে যেতাম। এভাবে পড়তে পড়তেই লেখালেখির শুরু আরকি। কলাম লেখা শুরু করি এখন থেকে প্রায় বিশ বছর আগে। নির্দিষ্ট কোনো পত্রিকার সাথে সংযুক্ত ছিলাম না, মুক্তভাবেই লেখালেখি করতাম। তবে জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা যখন যেখানে লিখতাম মোটামুটি ছাপা হতো।
বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা লেখাগুলো নিয়ে ২০১৪ সালে 'বন্ধু বন্ধু খেলা' নামে আমার প্রথম বই বের হয়। তারপর ২০১৬ সালে বের হয় একটি উপন্যাস 'ফেরার পথে ওরা তিনজন'। আর এবার বইমেলায় লিখেছি নিজের হারাবার গল্প, ব্যার্থতা আর পতনের গল্প! নাম 'অন্ধ রাজা ও বোকা রাজপুত্রের গল্প'।
ইদানিং ঠাকুরগাঁও এর পুরোনো কিছু মানুষদের নিয়ে লিখি। যাদেরকে বর্তমানে অনেকেই চেনেন না, কিন্তু এক সময় তাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রে উজ্জ্বল অবদান রেখেছেন। এসব মানুষের সাথে কথা বলে আমার বিচিত্র কিছু অভিজ্ঞতা হয়েছে যা আমাকে অবাক করে। আমি সব সময় ভাবতাম, মানুষের চাওয়ার বুঝি কোন শেষ নেই। কিন্তু এ মানুষগুলোর বেশিরভাগই বলেছেন, তাঁরা জীবন নিয়ে সন্তুষ্ট। তাঁদের তেমন কোনো চাওয়া বা হতাশা নেই!
বর্তমানে সমাজে যেমনটা দেখা যায়, মানুষ আগে টিভি-ক্যামেরা, সাংবাদিক এসব ডেকে নিয়ে তারপর ৮-১০ টা কম্বল বিতরণ করে! অথচ আমি ২৩ বছর আগে থেকেই বেতন থেকে টাকা বাঁচিয়ে মানুষকে যতটা পারি সাহায্য করতাম, কেউ জানতো না। কারণ আমার ধর্ম আমাকে শিখিয়েছে, ডান হাতে দান করলে বাঁ হাত যেন না জানে!"
“The story of my life cannot be told quite as a story of success, more or less failure it is. Though most people do not believe it!
I could not continue my academic career far due to my low economic condition. My father was an ordinary worker. After passing the secondary examination, I joined a semi-autonomous organization beginning with the allowance tk. 600 only.
Although I had not much academic qualifications, I loved to read more. I used to walk a seven-kilo-distant library from home to fetch books. Thus with the habit of reading, my writing began to start. I have started writing columns about twenty years ago from today. I was not attached to any specific journal, I used to write as a freelancer. But, whether it is a national or regional journal, If I would send writings, they used to publish it.
I published a book named 'Bondhu Bondhu Khela' in the year 2014 which consists my articles from different journals or magazines. A novel 'Ferar Pothe Ora Tinjon' was published during 2016. And this year (2018) I have written the story of my greatest loss, my biggest failure and my largest downfall 'Ondho Raja O Boka Rajpurter Golpo'.
Currently, I use to write about the old people of Thakurgaon, who are almost unknown to most of the people, but they have made a brilliant contribution to their work. I was surprised to learn something amazing by interviewing them. I always thought that, people's demands are unending. But these extraordinary individuals has informed me that, they are happy with life and want nothing more! They have neither any demand nor any disappointment!
You see nowadays, people call cameraman and journalists before distributing among needy people to show-off. But with the extra tiny savings from my little salary, I used to help people as far I could, for 23 years now, no one used to know! Because, my religion has taught me that, if you donate with your right hand, the left shouldn't know!”
162 August 25, 2019"আমার জন্ম ১৯৬১ সালের ১৭ জানুয়ারি ঠাকুরগাঁও এর কালীবাড়ীতে। পাঁচ ভাইয়ের মধ্যে আমি দ্বিতীয়। বড়মাঠ ছিলো আমার জন্য উঠান। আর মাধ্যমিকটা জিলা স্কুলেই পড়েছি। এখান থেকে ১৯৭৬ সালে ম্যাট্রিক পাস করি। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ১৯৭৮ সালে ইন্টারমিডিয়েট পাস করবার পর নিজের ইচ্ছে আর স্বপ্নকে সাথে নিয়ে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হই। ক্লাস শুরুর পনের দিনের মাথায় ঢাকা মেডিকেলে কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল দেখে আমার পিতা মরহুম আবদুর রউফ জানান তার খুব ইচ্ছা এক ছেলে ডাক্তার হোক। তাই বুয়েটে পনেরটা দিন ক্লাস করেও ঢাকা মেডিকেলে ভর্তি হই শেষমেশ। এটাই আমার ডাক্তার হবার গল্প।
পাশ করবার পরে বাবা বলেছিলেন বড় ডাক্তাররা বড় শহরে থাকেন, তুমি পারলে এলাকার মানুষদের দেখাশোনা কোরো, এলাকার মানুষদের মাঝেই আমাকে পাবে। এটাই আজ আমার পথ চলার পাথেয়।
আমরাই শেষ ব্যাচ ছিলাম যারা বিসিএস ছাড়া ইন-সার্ভিস ট্রেইনিং-এর মাধ্যমে চাকরিতে যোগদান করেছিলাম। প্রথম পোস্টিং ছিলো পঞ্চগড়ে; তারপরে ঠাকুরগাঁও এবং পরে মহাখালী বক্ষব্যাধিতে ছিলাম বেশ কিছুদিন। বাবা মারা যাবার পরে আমি ঠাকুরগাঁও-এ আসি এবং তখন থেকেই এখানেই আছি।
পূর্বের জেলা প্রশাসক আবদুল আউয়াল স্যার এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে এখানে একটি ফান্ড গঠন করা হয়েছে। এর দ্বারা সদর হাসপাতালে প্যাথলোজি সেবা ২৪ ঘন্টায় উন্নীত করা সম্ভপর হয়েছে। ২২ জনকে এ ফান্ড থেকে নিয়মিত বেতন দেওয়া হয়। এই অঞ্চলে একটি নৃগোষ্ঠী আছে, যারা হাসপাতালে আসতে চায়না। তাদের জন্য দুটি শয্যা ২৪ ঘন্টা সংরক্ষিত রাখা হয়েছে। তাদেরই একজনকে হেল্প ডেস্ক-এ নিয়োগ দেয়া হয়েছে যাতে তারা সহজে হাসপাতালে আসে। মা ও শিশু মৃত্যু কমাতে ডিজিটাল একক নাম্বার এর মাধ্যমে ঠাকুরগাঁও-এ একটি প্রকল্প চলমান। এটি সফল হলে সারা বাংলাদেশে একটি অনন্য স্বাস্থ্য ব্যবস্থা চালু হবে বলে আমি বিশ্বাস করি।
ঠাকুরগাঁও এ একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হোক, তা আমি নিজেও চাই। ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন ঠাকুরগাঁও এ এসছিলেন, আমি নিজে তাঁকে অনুরোধ করেছি এর জন্য। তিনি বলেছেন শিক্ষক স্বল্পতার কথা, তারপরেও আমি বলেছি অন্যান্য মেডিকেলগুলো যেভাবে এগিয়ে নিচ্ছে আমরাও সেভাবে চেষ্টা করবো, উত্তরের এই জনপদে এর দরকার আছে।
ব্যক্তিগত ভাবে আমি এক মেয়ে এবং এক ছেলের জনক। ছেলেটি কিছুদিন হলো ইঞ্জিনিয়ারিং পাস করে আমাদের পারিবারিক ব্যবসাতে যোগ দিয়েছে। মেয়েটি ডাক্তারি পড়ছে। এই শেষ প্রান্তে এসে আর চাইবার কিছু নেই আমার। আল্লাহর কাছে এইটুকুই চাই যাতে আমাকে আগামী দিনগুলোতে ঠাকুরগাঁও-এর মানুষের সেবা করে যাবার সু্যোগ দেন।"
"I was born on January 17, 1961 in Kalibari of Thakurgaon. I am the second of my five brothers. Boromath was like a house courtyard to me. I studied my secondary education at Zilla School. From here I passed the matriculation in 1976. After passing Intermediate from Dhaka Residential Model College in 1978, with all my dreams, I got admitted into BUET to study Civil Engineering. On the fifteenth day of being in BUET, result of the admission test of Dhaka Medical College was published. My father late Abdur Rouf said that he would like to be a father of a doctor. So, I left BUET and went in Dhaka Medical College. That is the story of my being a doctor.
After I had passed from Medical College, my father said that renowned doctors live in big cities. If you can serve the people in our area, you can find me amongst them. That is the way how the path of my life is going on since then.
We were the last batch who joined the service through an in-service training without the BCS examination. My first posting was in Panchagarh; Then Thakurgaon and later on National Institute of Diseases of the Chest and Hospital, Mohakhali. After the death of my father, I came back to Thakurgaon and since then I live here.
A fund has been formed with the help of former Deputy Commissioner Abdul Awal Sir and the prominent people of Thakurgaon. It has been possible to upgrade the pathology service in Sadar Hospital to 24 hours since then. 22 people are regularly paid their wages from this fund. There is an ethnic group in this region who do not want to come to the hospital (due to inferiority complex). For them, two beds are kept reserved for 24 hours. One person from that specific ethnic group has been assigned on the help desk so that they can easily come to the hospital. To reduce the death of mother and child, a project is going on through digital unit numbering system. If the project turns into success, then I believe, a unique health system will be introduced in Bangladesh.
I cherish that, a Medical College in Thakurgaon should be established soon. When the Honorable Prime Minister came to visit Thakurgaon in this year (2018), I have requested her about it. She told about the lack of teachers. Yet I said that we will try the way other medical colleges are going forward. The north needs one.
Personally I'm a father of a daughter and a son. A few days back my son has completed engineering and joined our family business. The daughter is studying in medical. I don't have anything to wish personally at this moment. I want to serve the people of Thakurgaon as long as possible, this is what I pray to the almighty."
809 December 04, 2018"আমি খেলাধুলার সাথে সম্পৃক্ত হয়ে পড়ি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তির হবার পরপরই। [খেলোয়াড় জীবনে মূলত ক্রিকেট খেলার সাথেই যুক্ত ছিলাম।] বিদ্যালয়ের ক্রিকেট দলের হয়ে পর্যায়ক্রমে আন্তস্কুল এবং বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টগুলোয় অংশ নেই। উল্লেখ্য যে, সে সময় দলের অধিনায়কের দায়িত্বও আমি পালন করি। নবম-দশম শ্রেনিতে পড়বার সময়ে আমার ঠাকুরগাঁও যুব দলের হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ হয়। এরই ধারাবাহিকতায় আমি ঠাকুরগাঁও জেলা দলের হয়ে খেলার এবং পরবর্তিতে অধিনায়কের দায়িত্ব পালন করবার সুযোগ পাই। তৎকালীন ঠাকুরগাঁও জেলা লিগ পর্যায়ে আমি একাধিকবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছি।
বিদ্যালয় পর্যায় থেকে ধারাবাহিকভাবে সাফল্য লাভের পর আমি দেশব্যাপী অনুষ্ঠিত প্রফেশনাল লিগ সমূহে [ঠাকুরগাঁওএর প্রতিনিধি হিশেবে] অংশগ্রহণ করি। রাজশাহী অঞ্চলে এরকম একটা লিগে খেলাকালীন আমার ছোট ভাই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এরপর থেকে আমার আর খেলোয়াড় হিসেবে মাঠে নামা হয়নি।
আমার খেলোয়াড় জীবনের সমাপ্তি ঘটলেও প্রতিভাটাকে কাজে লাগানোর প্রবল ইচ্ছে আর খেলাধুলার প্রতি ভালবাসাটুকু ছিল। সে ইচ্ছা থেকে ১৯৯৮ সালে বিপিএড করে ১৯৯৯ সাল থেকে ক্রীড়া শিক্ষকতার সাথে জরিয়ে পড়ি। প্রথমে পঞ্চগড় জেলার একটি মাদ্রাসায় এবং ২০১০ সালে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে 'সালন্দর উচ্চ বিদ্যালয়' এ যোগদান করি। সে সময়টায় কেবলমাত্র ছেলেরাই খেলাধুলা করতো। আমি মেয়েদের প্রবল আগ্রহ দেখে তাদের নিয়েও প্র্যাকটিস শুরু করি। আমি প্রচলিত খেলা যেমন ফুটবল, ক্রিকেট, কাবাডি, হ্যান্ডবল ইত্যাদির পাশাপাশি হকি এবং বাস্কেটবলের মত অপ্রচলিত খেলাগুলোতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে থাকি। সেসময় আমাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তবে জেলা ক্রীড়া সংস্থা ও অন্যান্য ক্রীড়া সংগঠনের কাছ থেকে উৎসাহিত হয়ে এবং মেয়েদের আগ্রহ ও পরিশ্রমে আমরা সাফল্য অর্জন করতে থাকি। এরই ধারাবাহিকতায়, পর পর তিনবার রংপুর বিভাগীয় খেলাধুলায় আমরা শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হই।
২০১৭ সালে আমাদের মেয়েরা জাতীয় স্কুল ও মাদ্রাসা হকি টুর্নামেন্টে রানার্স আপ হয়। এই বছর, ২০১৮ সালে মেয়েরা বাংলাদেশ যুব গেমসে বাস্কেটবলে রানার্স আপ হয়। একই বছর বরিশালে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলীয় খেলাগুলোর পাশাপাশি জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্সে আমাদের খেলোয়াড়েরা প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে।
আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাস্কেটবল অনুর্ধ্ব ১৮ জাতীয় দলে আমাদের চারজন মেয়ে এবং হকি অনুর্ধ্ব ১৮ দলে সাতজন মেয়ে সুযোগ পেয়েছে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এই অর্জনটুকু একটি বিশাল পাওয়া। কোনো খেলার ফলাফলে চ্যাম্পিয়ন হিসেবে যখন ঠাকুরগাঁও এর নামটা শুনি, সে অনুভূতি কথায় প্রকাশ করার মতো নয়। আজ আমার মেয়েরা জাতীয় দলে খেলছে। আমরা অপেক্ষা করছি সেই দিনের, যখন তারা বিদেশে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলবে এবং দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে। আমার খেলাধুলার আগ্রহ-ইচ্ছা এই খেলোয়াড়দের দ্বারাই প্রকাশিত হয়ে বজায় থেকেছে। এটাই আমার স্বার্থকতা। এখন একটাই স্বপ্ন দেখি যে, আমাদের খেলোয়াড়েরা আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য অর্জন করবে এবং দেশের গৌরব হয়ে গড়ে উঠবে।"
"After being admitted to Thakurgaon Government Boys' High School, I was involved with sports soon after. [I was associated with playing cricket primarily in my sport life.] I took part in the inter school and departmental tournaments on behalf of the school cricket team. Note that, at that time I also hold the responsibility of captain of the team. I was fortunate to play in the national level from Thakurgaon Youth Team while I was studying in the ninth grade. In continuation of this, I got the opportunity to play for the district team of and to follow the leadership as a captain. In the Thakurgaon District League I was selected as the best player several times.
After these continuous success from the school stage, I started participating in the professional leagues [as a representative of Thakurgaon] nationwide. My younger brother died in a road accidents while playing in such a league in Rajshahi region. Since then, I have not been fielded as a player.
Though my player's life was ended, I had a strong desire to use my talent and love for sports. From this will of mine, I completed BPED in 1998 and from 1999 I got involved with the discipline of sports teaching. Initially, I joined in a madrasa of Panchagarh district and in 2010, I joined Salandar High School for doing something good. At that time only boys used to play. I started to realise girls' intense interest in sports and started practicing with them. I used to involve myt students with traditional sports such as football, cricket, kabaddi, handball etc. as well as in semi-non-existent sports like hockey and basketball. At that time we have to face many obstacles. However, we got helped from the district sports organizations and other sports organizations through the hard work of my girls. Holding this continuation, we were selected the best school for sports category three times in the Rangpur division.
In 2017 our girls got the runners up trophy in the National School and Madrasa Hockey Tournament. This year, they got the runners up trophy in Basketball at Bangladesh Youth Games. In the same year, in 47th National School and Madrasa Winter Sports Competition held in Barisal, our girls achieved the pride of becoming champion in the. Local as well as at the national level, our players have been able to keep their talent signature.
You will be delighted to know that, four of our girls have been selected in the basketball under-18 team and 7 of them in the Hockey Under-18 team. It is a great achievement to have these through many adversities. When Thakurgaon's name is heard as a champion of any sporting event, the feeling cannot be revealed with expressing words. Today my girls are playing in the national team. We are waiting for the day when they will play internationally and bring honor to the country. My interest in sports has been sustained by these players. That's my success. Now the only dream I comprehend is that our players will achieve success in the international arena and the country will become proud."
1398 June 06, 2018