"আমরা যখন ছাত্র ছিলাম সে সময় ঠাকুরগাঁও-এ কোচিং বিষয়টা এতোটা প্রচলিত ছিল না। ভালো একটি পেশায় জীবন নির্বাহ করবার জন্য ভালো একটা বিষয় নির্বাচন করাও অনেক কঠিন কাজ ছিল। এখনকার মত সচেতন অভিভাবক থাকাটা যেন সৌভাগ্য ছিল। সাধারণত রাজশাহী ওল্ড গভঃ কলেজ সবার পছন্দের তালিকায় থাকতো। এছাড়াও অনেকের মনোনয়নে থাকতো রংপুর কারমাইকেল কলেজ। তবে একটা বিষয় মনে আছে, আমাদের ১৯৮৫ সালের জিলা স্কুল ব্যাচে ফেইল করা কোন ছাত্র ছিল না। ল নিয়ে পড়া আমার..."