"ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবা খেলা দেখতেন। তিনি খেলতেনও। বাড়ির সামনে বড়মাঠ, সবমিলে আসলে খেলাধুলার পরিবেশ ছিল। এই পরিবেশটাই আমার ক্রিকেট অঙ্গনে আশার পেছনে অনুপ্রেরণা। খেলাটার প্রতি দুর্বলতা থেকেই ঢাকায় যাওয়া, প্রশিক্ষণ নেওয়া। ফার্স্ট ডিভিশনে খেলেছি, প্রিমিয়ার লিগে খেলেছি। একটা জিনিস লক্ষ্য করতাম, ঢাকায় খেলার পরিবেশটা আরেকটু আলাদা। যেটা ঠাকুরগাঁও-এ নেই। তখন থেকেই ভাবতাম এই পরিবেশটা ঠাকুরগাঁও-এ কীভাবে তৈরি করা যায়..."