"ঠাকুরগাঁও সাংস্কৃতিক অঙ্গনে আমার আসাটা প্রকৃতপক্ষে শখের বসেই। এ অঙ্গনে পদচারণাটাকে আমি তিন ভাগে বলতে পারি। প্রথমটা হল, ড্রয়িং। ছবি আঁকা। এটাকে এক নম্বরে রাখার মূল কারণ হল, পাত্র কাল ভেদে এর কোন সমস্যা নেই। যখন তখন যেকোন জায়গায় বসে আঁকতে পারি। আর রঙের খেলাটা আসলে অন্য রকম। সাম্প্রতিক ছবি আঁকা এবং আঁকতে শেখানো আমার প্রধান প্রফেশন। এক্ষেত্রে এক কথায় যাদু স্যার আমার পরামর্শদাতা। স্যারের কাছেই কাজ শেখা, তাঁর সাথেই কাজ করে যাওয়া চলছে। জিলা স্কুলের শতবর্ষ প্রোগ্রামে, গার্লস স্কুলের পঞ্চাশ বছর পূর্তি প্রোগ্রামে স্যারের সাথে কাজগুলো উল্লেখ করবার মত।
দ্বিতীয়তে রাখবো গান। জিলা স্কুলে পড়ার সময় অগ্রজদের মঞ্চে উপস্থাপন অনেক টানতো। সে সময়ের আর্ক ব্যান্ডের হাসান-এর গান আমার ভেতরে ব্যাপক স্পৃহার জন্ম দেয়। ১৯৯৯ সালে শুরু করে ২০০০ এ এসে প্রথম প্রোগ্রাম করলাম বর্তমান রুহুল আমিন মিলনায়তনে যা আগে পাবলিক মিলনায়তন নামে পরিচিত ছিল। সে সময় উত্তরবঙ্গ কাঁপাতো নর্দান স্টার ব্যান্ড। জুয়েল ভাই, এজাজ ভাই, আরেফিন ভাইয়ারা নর্দান স্টারে ছিলেন। সেখানে কাজল ভাই ড্রামস বাজাতেন। তাদেরকে দেখে, তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে শুরুটা করা। বর্তমানে ব্যান্ড রিদম-এ আছি। সব মিলিয়ে আমরা সাত জন। মিঠু ভাই, রুবেল ভাই আছেন। তবলায় আছে প্রেম। পার্থ দা আছেন। রাখাল দা বেইজটা বাজান। প্রিন্স ভাই বাজান লিড গিটার। আসলে বড়ভাইদের থেকে গান শুনতে শুনতেই এসব শেখা। এমন না যে হারমোনিয়াম নিয়ে বসে রেওয়াজ করেছি। তবে গিটারটা এক দুলাভাইয়ের কাছে শিখে নেওয়া আর কি।
তৃতীয়তে নাটক। শাপলা নাট্যগোষ্ঠী দিয়ে আমার নাটকে পথচলা শুরু হয়েছিল। এখন অবশ্য গ্রিন থিয়েটারে কাজ করি। তবে সত্যি বলতে কি, আপাতত মঞ্চে উঠে নাটক করাটা স্থগিত রেখেছি ব্যস্ততার কারণে। কিন্তু আমার জীবনে করা বেস্ট দুটো নাটকের মধ্যে একটা নাটকের নাম না বলে পারছি না। আল্পনা সাহিত্য সংসদ থেকে নাটকটা করেছিলাম আমরা। মনোজ মিত্রের 'চোখে আঙুল দাদা'। প্রধান চরিত্রটা করবার সৌভাগ্য হয়েছিল সে নাটকে। জিলা স্কুল এবং অন্যান্য জায়গায় অনুজদের নিয়েও নাটক করেছি অনেক। ২০১০-এ জিলা স্কুলের ছোট ভাইদেরকে নিয়ে একটা ইমপ্রোভাইজড নাটক করেছিলাম, সেটা খুব মনে পড়ে।
সত্যি বলতে কি, আমার মনে হয় কোনটাই পুরো শিখে উঠতে পারি নি। এখনও শিখছি। এই শেখার মধ্যে থেকেই ঠাকুরগাঁও সাংস্কৃতিক অঙ্গনকে যদি কিছু দিতে পারি, সেটাই হবে আমার জন্য অহর্নিশ তৃপ্তি।"
"I had joined to the cultural arena of Thakurgaon just as a hobby. I can divide them into three parts. The first one would be Drawing. I mean Painting. The main reason for keeping it in number one is that, there is no problem with the place and time. Whenever as well as wherever I can sit, I can paint. And the game of color is actually something different and very special! Recently, this has actually become my main profession. In this case, Jadu sir is my prime mentor. Learning to work near him as well as working along with him is going on. Working in the program of Zilla School's hundred years celebration and the fifty years celebration of the Girl's School are worth mentioning about the activities between Jadu sir and me.
Singing comes in the second. While studying at Zilla School, performance of my seniors deluded me in a positive sense. At that time, the songs of Hasan from 'Ark' band had pushed a lot in me. Beginning in 1999, I started performing on 2000 at the current Ruhul Amin Auditorium, which was formerly known as Public Auditorium. At that period of time north bengal was overwhelm with the musical band called 'Northern Star'. Jewel bhai was the vocal. Ejaz bhai, Arefin bhai was there in the band. Kajol bhai used to play drums with them. Watching them doing music apparently inspire me to join the army of melody! Currently I play with a band called 'Band Rhythm'. We are seven in number. Mithu bhai, Rubel bhai, Partha da are with us. Prem plays tabla, Rakhal da plays base guitar. On the other hand Prince bhai leads the Lead guitar! Actually listening to music made me come to this field. It is not like sitting with harmonium and stuffs like that. I used to learn guitar with the lesson of one of my brothers in-law.
On the third row, Drama comes. I started my journey with 'Shapala Nattyagosthi'. However, I work with Green Theater right now. But the truth is, nowadays I have postponed playing on stage due to excess amount of work. But I can not help me not saying the name of a play from the best two plays in my life. It was released by 'Alpana Sahitya Sangshad'. It was Manoj Mitra's 'Chokhe Angul Dada'. I was fortunate enough to perform the main character in the drama. I worked with juniors in few plays in Zilla School, other places as well. In 2010, I played an 'improvised' drama with the youngstars of Zila School, I remember them very much.
Actually, I believe, I could not learn everything and still learning. If I can give anything to the cultural area of Thakurgaon from this learning, that will be the pure mystical satisfaction for me."
"সত্যিকার অর্থে জিলা স্কুল হোস্টেলে আমরা কবে এসেছি সঠিক মনে নেই, তবে চব্বিশ বছরের কম হবে না। হাফেজ রশিদ স্যার আমাদের এখানে এনেছিলেন। দীর্ঘদিন হোস্টেলে ছেলেদের রান্না করে খাওয়ানোটা আমাদের কাছে পেশা থেকে এখন এক ধরনের অভ্যাস হয়ে গেছে। গত দশ বছর যাবত আমরা অনেকবার সিদ্ধান্ত নিয়েছি এ চাকরি ছেড়ে দিয়ে নিজেদের বাড়িতে গিয়ে বসবাস করব। কোন এক অদ্ভুত কারণে হোস্টেলের মায়া ত্যাগ করে এখান থেকে এখনও চলে যেতে পারিনি!
প্রতি ঈদের আগের রাতে অথবা ঈদের দিন সকালে আমরা বাড়ি যাই। ঈদের দিনেই আমরা চলে আসি হোস্টেলে। হোস্টেলের বর্ডার আর আমরা সবাই মিলে একটা পরিবার যেন।
এখানে থেকে পড়ালেখা করে অনেকেই মানুষের মত মানুষ হয়েছে। বড় অফিসার হয়েছে। ছুটি-ছাটায় আসলে তাদের অনেকে যখন হোস্টেলের লাল রঙের লোহার গেটটা পেড়িয়ে হোস্টেল ডাইনিং মুখে অগ্রসর হয় আমাদের সাথে দেখা করার জন্য, এ দৃশ্য আমাদের দুজনের বড় ভাল লাগে! মনে হয় নিজের সন্তান আমাদের কাছে ফিরে এসেছে। তারা যখন আমাদের খোঁজ খবর নেয়, প্রাণটা জুড়িয়ে যায় আমাদের।
কোন পিতামাতার সর্বোচ্চ পাঁচ-সাত জন সন্তান থাকতে পারে। কিন্তু এ হোস্টেলের প্রাক্তন এবং বর্তমান সকল বর্ডার আমাদের সন্তানতুল্য! কোন এক পড়ন্ত বিকেলে এদেরই মাঝে কোন একজন এসে যখন জিজ্ঞেস করে, 'চাচা-চাচি কেমন 'ছেন?' এই বাক্যটাই আমাদের হৃদয়ে শান্তি এনে দেয়!"
"We can not tell the actual year we had joined here in Zilla School Hostel, at least 24 years from now. Rashid sir had brought us here. For cooking here for a long time it has become a passion from profession. From last 10 years we have taken decision to leave here many times but in vain. For a strange reason we could not move from here!
we go home night before every Eid or on the eid day. On the eid day we come back to the hostel. It feels like borders and we are a family together.
From here, many students have shined in their lives. Many have become senior officers. In fact, many of them, when proceed to the hostel dining side to meet us, this scene is great for both of us! It seems that our child is back to us. When they take our inquiries, the souls feel very joyous.
A parent may have a maximum of five to seven children. But the former and current borders of this hostel are our children, at least we believe so! When one of them comes in a late afternoon and asks, 'How are you Chacha-Chachi?' This sentence brings peace to our hearts! "
2264 June 29, 2017"আমার বড় বোন অনিমা বোসকে ছোটবেলায় গান গাইতে দেখতাম। সেই থেকে গানে আমার হাতেখড়ি। আমার বোনের হাত ধরে শিখে আসা গান যে আমি সারা জীবন লালন করব, ভাবিনি সেসময়। ১৯৫৬ সালে ঠাকুরগাঁও কলেজ থেকে পাশ করবার পরের বছরেই সঙ্গীতের সাথে সরাসরি যুক্ত হয়ে যাই। ঠাকুরগাঁও-এ শুদ্ধ সঙ্গীত চর্চার লক্ষ্যে নিক্কন সাংস্কৃতিক সংঘের যাত্রা শুরু হয় আমাদের হাত ধরেই। পরবর্তীতে আমরা সেটাকে নিক্কন সঙ্গীত বিদ্যালয়ে রুপান্তর করি। এখনকার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের পেছনে ক্লাব ঘরে ঠাকুরগাঁও নিক্কন সঙ্গীত বিদ্যালয় যাত্রা শুরু করে। সে থেকে সঙ্গীত নিয়েই আছি।
সঙ্গীত জীবনের দীর্ঘ অর্ধ-শতাব্দীতে আমার সবচেয়ে বড় পুরষ্কার হল আমার স্ত্রী। নজরুল শিল্পী দীপ্তি বোসের সাথে গানের পথ ধরেই আমার পরিচয়। তিনি নিজেও প্রায় পঞ্চাশ বছর পার করেছেন রেডিওতে গান গেয়ে। তিনিই আমার সব থেকে বড় পাওয়া। দুর্ভাগ্য জনক হলেও সত্যি, বেশ কিছুকাল আগে আমাদের ছেড়ে তিনি পরপারে চলে গেছেন। শুধু আমার কাছেই না, নিক্কন সঙ্গীত বিদ্যালয় ছিল তাঁরও ধ্যান-জ্ঞানের আরাধ্য স্থান। দীপ্তি বোস অনেক যায়গা থেকে সম্মাননা পেয়েছেন। নজরুল সাংস্কৃতিক গোষ্ঠী তাঁকে ঢাকায় নিয়ে গিয়ে সম্মানিত করেছে। এছাড়াও ঢাকায় একাধিকবার নজরুল সঙ্গীতের অনুষ্ঠান করেছেন তিনি।
আমার সন্তান পিয়াল এবং পিয়ালি দুজনই নিজ নিজ অবস্থান থেকে সঙ্গীত চর্চা করে আসছে। পিয়ালের ছাত্ররা প্রায় প্রতিবছরই সঙ্গীতে জাতীয় পুরষ্কার অর্জন করে থাকে। ব্যক্তিগতভাবে আমি ঠাকুরগাঁও-এ বর্ষ-বরণ এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনের ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে নিক্কনের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে গেছি বহু বছর। সব মিলে আমাদের পরিবারটিকে ঠাকুরগাঁও-এর মানুষ একটি সঙ্গীত পরিবার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এ বিষয়টি বড়ই আনন্দের। বিভিন্ন জায়গা থেকে পাওয়া পুরষ্কারগুলোর থেকে এই স্বীকৃতিটাই আমার কাছে বড় অর্জন।
স্বপ্ন দেখি ঠাকুরগাঁও-এ একটি সঙ্গীত মহাবিদ্যালয়ের। যেখানে আর্থিক অবস্থার বিচারে সব সারির শিক্ষার্থীরা সঙ্গীত চর্চা করতে আসবে। জীবনে বিরাট একটা অংশ ঠাকুরগাঁও সঙ্গীতের বহুবর্ণরঞ্জিত বিস্তীর্ণ মেঘমণ্ডলে কাটিয়েছি। ঠাকুরগাঁও-এ সঙ্গীতের আরেকটি আবর্তনের প্রত্যাশায় অপেক্ষায় রইলাম।"
"My elder sister Anima Bose used to sing when I was a child. That was my introduction to the world of music. I never thought about doing music in my entire life during that moment. I passed my Intermediate in 1956 and in the following year I became directly involved with music. With a vision to spread the knowledge of music in Thakurgaon, Nikkan Sangskritik Sangha (cultural association) was established through us. Later, we transformed it as Nikkan Sangeet Biddalay (music school). Behind the Bikrampur Mistanno Bhandar there is a club room, Thakurgaon Nikkana Sangeet Biddalay started its journey here. I continued my music since then.
During my long fifty years of music, my wife is the biggest prize to me. I met Deepti Bose, a Nazrul songs artist, in this long path. She also had sung on the radio for nearly fifty years. She is my biggest achievement. It is unfortunate but true, she left us quite a few days ago. Not just to me, Nikkan was her adorable place as well. Deepti Bose was honored by many organizations. Nazrul Cultural Group has honored her in Dhaka. She has attended more than one Nazrul Songs Program in the Capital.
My son Piyal and my daughter Piyali have been practicing music from their respective position. Students of Piyal achieve national awards in music almost every year. Personally, I have tried to keep the continuance of Bengali New Year Celebration and Rabindra-Nazrul Jayanti Festivals for many years with the collaboration of Nikkan. Our family has been recognized as a musical family by the people of Thaurgaon. This is a matter of extreme pleasure. This recognition is one of the best accomplishment among all of the achievements in my life.
I dream of a Music College in Thakurgaon. Learner from any economic background will have the privilege to come there to learn music. I have already spent a vast period of time for music of Thakurgaon. I am looking forward to the prospect of another rotation in Thakurgaon music."
"আমার ছোটবেলা কাটে নানাবাড়ি সাকোয়াতে। এসএসসি পর্যন্ত সেখানেই পড়ালেখা করতাম। ক্লাস টেনে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে ঠাকুরগাঁও সরকারি কলেজ ইন্টারমেডিয়েটে ভর্তি হই। সে সময়টা ছিল ঠিক মুক্তিযুদ্ধের ক্রান্তিলগ্ন। যার ফলে যুদ্ধের পরেই আমার পরীক্ষাটা হয়। পরবর্তিতে আমার স্বামী একটা দুর্ঘটনায় মারা যান বলে আমি বাবা-মার সাথে তাদের ঠাকুরগাঁও শহরের বাসায় এসে উঠি। পড়ালেখা বন্ধ করিনি তবুও। আম্মা আমার সন্তানদের দেখতেন, আমি পড়তাম। সরকারি কলেজ থেকেই কমার্সে বিকম শেষ করি। সে সময় বিকম কোর্সটা রাত্রিকালীন ছিল। আমার অনুরোধেই সেটা দিবাকালীন করা হয়। সেখান থেকে পাশ করে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যাই। রাজশাহীতে আমি ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করি ১৯৭৯ সালে।
ঠাকুরগাঁও এ তখনও মেয়েদের জন্য ভালো চাকরির সুযোগ ছিল না তথাপি একজন মেয়ে বলে বাইরে গিয়ে চাকরি করবার সাহস পাচ্ছিলাম না। তাই ঠাকুরগাও-এ থেকে গেলাম। সৈয়দা জাহানারার সাহচার্যে আমি সেসময় মুন্সিরহাট মহিলা সমিতিতে যোগ দেই। তৎকালীন ইউএসসি কানাডা নামে একটি এনজিও এখানে কাজ করত। একই সাথে ওদের ওখানে একাউন্টস এর সাথে কাজ করতাম। ‘৮৫-সালে ইউএসসি ছেড়ে দিয়ে মহিলা সমিততে পুরো মনোযোগ দিয়ে কাজ শুরু করি। এই সমিতির গোড়াপত্তন থেকেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের নিয়ে কাজ করতো। মহিলারা নানান রকম কাজ করতেন; বাঁশ বেতের ডালাকুলা বানাতেন, মাটির পুতুল তৈরি করতেন, হলুদ-মরিচ ভাঙতেন। ‘৭৮-সালে এখানে ‘হোম’ প্রতিষ্ঠিত হয়। আমরা এটাকে হোম বলি, এতিমখানা নয়। এ পর্যন্ত প্রায় ত্রিশ জনের মত মেয়ের বিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। আগে এই সমিতিতে তাঁত এবং রেশমের কাজও হত। আরডিআরএস-এর হাত থেকে রেশম কারখানা সরকার এর হাতে গেলে বীজ সরবরাহে ঘাটতি আসে। সরকার রেশম বীজ সরবরাহ বন্ধ করে দিলে আমরা কাজ বন্ধ করতে বাধ্য হই।
এছাড়া আমাদের দুটো স্কুল আছে যেগুলো ক্রমান্বয়ে ’৮৫ এবং ’৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুল দুটো হচ্ছে প্রারম্ভিক কিন্ডারগার্টেন এবং প্রতিভা কিন্ডারগার্টেন। আমি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কো-চেয়ারম্যান হিসেবে আছি। আমি এগুলোর পাশাপাশি গার্ল গাইডসের সাথে কাজ করতাম। বর্তমানে গার্ল গাইডসের লোকাল কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছি।
আমি স্বপ্ন দেখি ঠাকুরগাঁও-এর মহিলারা এগিয়ে যাক। আমার দৃষ্টিতে আমি সেসময়ের সাথে তুলনা করলে অনেক পরিবর্তন দেখি। আগের থেকে মেয়েরা অনেক অনেক এগিয়েছে। সে সময় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে ছিল হাতে গোনা। আজ ঠাকুরগাঁও-এ প্রায় সব পরিবার থেকে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পাঠানো হচ্ছে। পরিবারগুলোতে অন্তত একজন করে কর্মজীবী মহিলা আছেন। তবে আমি শুধু বাহ্যিক উন্নতিতে বিশ্বাসী না। আমাদের ভেতরে কতটা উন্নতি হয়েছে এটা একটা প্রশ্ন। একটা পরিবারে ‘ডিসিশন মেকার’ হিসেবে একজন মেয়ের ক্ষমতায়ন হচ্ছে কতটা? সত্যিকার অর্থে মানসিকভাবে আমরা কিছুটা পিছিয়ে আছি। এটা আমাদের মেয়েদেরই দোষ। আসলে দোষ বললে ঠিক হবে না। আমাদের মধ্যে প্রকৃতিগতভাবেই সেই অনুভূতি বা বোধশক্তিটা নাই। এজন্য আমাদের মেয়েদের আরেকটু সাহস দিতে হবে। মেয়েদের সাহসি হতে হবে। নিজেদের যোগ্য করতে হবে। প্রমাণ করতে হবে।
মুন্সিরহাট মহিলা সমিতির সাথে কাজ করবার সুবাদে ২০০৮-এ সরকার আমাকে ‘শ্রেষ্ঠ মহিলা সমবায়ক স্বর্ণ পদক’ প্রদান করেন। এছাড়া দুই বার রাষ্ট্রীয় রৌপ্য পদক পাই মহিলা ও সমবায় বিষয়ে কাজ করবার কারণে।
আমি ঠাকুরগাঁও-এর মেয়ে। এখানকার মেয়েদেরকে নিয়েই কাজ করে যেতে চাই। দেখতে চাই তাদের অকৃত্রিম নির্মল হাসি। যে হাসিই বলবে তাদের ক্ষমতায়নের কথা, তাদের স্বাধীনতার কথা, শোনাবে তাদের চূড়ান্ত ক্রমবিকাশের গল্প।"
"I passed my childhood in my grandfather’s house at Sakoa. I studied there until the SSC. However, I was married during that time. After the wedding, I was admitted to Thakurgaon Govt. College to study intermediate. It was the moment of our liberation war. As a result, the exam postponed and immediately after the war I appeared the intermediate exam. Later, my husband died in an accident unfortunately. I came up with my parents in their home town at Thakurgaon. Although my studies have not stopped. My mother used to take care of my children, I continued my study. I completed my B.Com. from Thakurgaon Govt. College. At that time, it was a night course. Responding to my request the authority turned the course diurnal. Later, I went to the University of Rajshahi. I have completed masters of Management in 1979 from Rajshahi.
At that moment there were no good job opportunities for women in Thakurgaon still as a girl I could not dare to go out of Thakurgaon to work. So I stayed in Thakurgaon. At the time I joined the Munshirhat Mohila Samiti with the cooperation of Syeda Jahanara. A Canadian NGO named USC worked here at that period. I joined their accounts section at that time too. I resigned in 1985 and devoted my full attention at Munshirhat Mohila Samiti. Since the beginning of this association, they used to work with war-affected women. They have done many things like wood-work, craft-work, clay-work, turmeric-pepper-work etc. The ‘Home’ was established in 1978. We call it home rather than an orphanage. More than thirty female have been married so far from here. This Samiti used to work weaving and silk. When the Govt. took the silk factory from RDRS, there were shortage supply of seeds. After turning off the supply of silk seeds from the Govt. we were forced to stop working.
We established two different education institutes (Kindergarten) in 1985 and 1986 respectively. The first one is Prarambhim Kindergarten and the second one is Pratibha Kindergarten. Right now I am the co-chairman of the Kindergarten Association. I used to work with the Girl Guides as well. Right now, I am in charge of the Girl Guides as local commissioner.
I dream of Thakurgaon women’s emerging. In my eyes, I see many changes compared to the then-period. Many of the girls progressed than the past. At that time very few girls would be found to be studied in Universities. Today, almost all of the families from Thakurgaon send their girls to the Universities. At least one of the women would be found from a family holding a job. But I just do not believe in external growth. It is a question of how much we developed inside us. How much empowerment is ensured for a female as a ‘Decision Maker’ of the family? In fact, we are a bit behind mentally. It is the fault of our women. Materially, that is not even a fault. Naturally the feeling or the perceptivity among us have not developed yet. That is why we should give our girls a little more courage. The girls must become brave. The girls must prove themselves to be eligible.
In 2008 the government awarded me 'Best Female Samabayak Gold Medal’ as recognition of my workings at Munshirhat Mohila Samiti. Besides I got silver medal twice due to the course of my works.
I am a daughter of Thakurgaon. I cherish to work with the girls of Thakurgaon. I want to take a look at their pure and genuine smile. Which smile will tell us about their empowerment, their freedom and the story of their evolvement."
2459 October 28, 2016